ভর্তিপরীক্ষা ঘিরে দুদিনের জন্য শিথিল বুয়েট শিক্ষার্থীদের আন্দোলন
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যার ঘটনায় সহপাঠীদের টানা আন্দোলনের মধ্যে ভর্তিপরীক্ষার তারিখ পড়ায় তা দুদিনের জন্য শিথিল করেছেন তারা।
আন্দোলনকারীদের অন্যতম মুখপাত্র তিথি শনিবার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে আন্দোলন শিথিলের এই বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, “১৩ ও ১৪ তারিখ ভর্তিপরীক্ষা উপলক্ষে আন্দোলন শিথিল করেছি। ভর্তিচ্ছু ১২ হাজার পরীক্ষার্থী এবং অভিভাবকদের এই সময় সর্বোচ্চ সহায়তা দেব।”
তিনি জানান, আগামী দুদিন আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ধরনের মিছিল, মিটিং বা সমাবেশ করবেন না।
“১৪ অক্টোবর বুয়েটের ভর্তিপরীক্ষা। ভর্তিপরীক্ষা নির্বিঘ্নে অনুষ্ঠিত হোক, সেটা আমরা চাই। পরীক্ষা বানচালের দায় আমরা নিতে চাই না। প্রধানমন্ত্রীর প্রতি আস্থা আছে। ভিসি স্যারকেও ধন্যবাদ। দাবি বাস্তবায়ন শুরু হওয়ায় আন্দোলন আপাতত শিথিল। পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে এই সিদ্ধান্ত।”
বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং শের-েই-বাংলা হলের আবাসিক ছাত্র আবরার ফাহাদকে হত্যার প্রতিবাদে বিভিন্ন দাবিতে টানা ছয় দিন ধরে আন্দোলন করে আসছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের ১০ দফা দাবির মুখে শুক্রবার বিকেলে হাজার খানেক শিক্ষার্থীকে নিয়ে আলোচনায় বসেন বুয়েটের উপাচার্য সাইফুল ইসলাম। সেখানে সবার উপস্থিতিতেই বিশ্ববিদ্যালয়ে সাংগঠনিক ছাত্র রাজনীতি এবং শিক্ষক রাজনীতি নিষিদ্ধের ঘোষণা দেন তিনি।
পাশাপাশি আবরার হত্যায় জড়িত ১৯ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করার ঘোষণাও দেন তিনি।
এরপর শিক্ষার্থীরা আরও ৫ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
তাদের পাঁচ দফার মধ্যে রয়েছে,
১। আবরার হত্যাকাণ্ডে জড়িতদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে মর্মে নোটিস জারি করা;
২। মামলার সব খরচ বহন ও তার পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে বুয়েট প্রশাসন বাধ্য থাকবে সেটিও নোটিশে লেখা থাকতে হবে;
৩। বুয়েটে সাংগঠনিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে হলগুলো থেকে অছাত্র ও অবৈধভাবে হলের সিট দখলকারীদের উৎখাত; ক্যাম্পাসে রাজনৈতিক ছাত্রসংগঠনগুলোর কার্যালয় সিলগালা করা;
৪। আগে সংঘটিত শিক্ষার্থী নির্যাতন ও হয়রানির ঘটনাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে ঘটলে তা প্রকাশের জন্য ‘বিআইআইএস’ অ্যাকাউন্টে একটি কমন প্ল্যাটফর্ম যুক্ত করা; সে সঙ্গে অ্যাকাউন্টটির পূর্ণ মনিটরিংয়ের ব্যবস্থা করে দায়ীদের শাস্তি দিতে কমিটি গঠন;
৫। প্রত্যেক হলের সব তলায় সিসিটিভি ক্যামেরা যুক্ত করে সার্বক্ষণিক মনিটরিং।