ভাতা পান না দেশের ৪০ শতাংশ বয়স্ক নাগরিক: সিপিডি
সেন্টার ফর পলিসি ডেভেলপমেন্ট (সিপিডি) জানায়, বাংলাদেশে যাদের বয়স ৬৫ বছরের বেশি, তার ৪০ ভাগই কোনও ভাতা পান না।
বুধবার (৬ নভেম্বর) সেন্টার ফর পলিসি ডেভেলপমেন্ট (সিপিডি) ও অক্সফাম ইন্টারন্যাশনাল এর যৌথ উদ্যোগে বাংলাদেশে ‘সর্বজনীন ভাতা প্রকল্প’ নিয়ে কাঠামো প্রণয়ন বিষয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এই সভায় এমন তথ্য উঠে আসে।
সভায় সিপিডির পক্ষ থেকে বলা হয় বাংলাদেশে গড় মজুরি ১৩ হাজার টাকা। এর ১৫ বা ২০ শতাংশ অবসর ভাতা হিসাবে দেয়া যেতে পারে।
তারা আরও বলেন, ৬৫ বছরের বেশি বয়স্কদের সবার জন্য ফ্ল্যাট রেট বা একই হারে অবসর ভাতা নিশ্চিত করতে হবে, প্রণয়ন করতে হবে সার্বজনীন পেনশন আইন। এক্ষেত্রে ভারত বা মালদ্বীপের পরিকল্পনা উদাহরণ হিসেবে নেয়া যেতে পারে বলে সভায় উল্লেখ করে হয়।
দেশের অর্থনীতির আকারের সাথে বয়স্কদের সামাজিক নিরাপত্তা আরও বেশি নিশ্চিত করা দরকার। তাদের জন্য দীর্ঘমেয়াদি ভাতা চালু করলে তা সামাজিক বৈষম্য কমাতে সাহায্য করবে বলে সভায় মন্তব্য করা হয়।
এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
এই ভাতার সুবিধা যেন অর্থনীতিতে বাধা সৃষ্টি না করে তা উল্লেখ করে মন্ত্রী বলেন, “ভাতার পরিমাণ এমন করা যাবে না, যাতে সবাই কাজ বাদ দিয়ে ঘরে বসে পড়ে। অর্থনীতিতে যাতে কন্ট্রিবিউশন না কমে।”
সভার সভাপতিত্ব করেন সিপিডির ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান জনাব আবুল কালাম আজাদ। সভায় বিশেষ বক্তা হিসেবে ছিলেন বিশ্ব ব্যাংকের সাবেক প্রধান অর্থনিতিবিদ ড. জাহিদ হুসেইন। উপস্থিত ছিলেন অক্সফাম বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. দীপঙ্কর দত্ত।