ভারতের উপহারের ভ্যাকসিন আসবে আগামীকাল দুপুর দেড়টায়
আগামীকাল দুপুরেই ভারতের উপহারস্বরূপ পাঠানো ২০ লাখ ভ্যাকসিনের ডোজ বাংলাদেশে পৌঁছাবে।
আজ করোনাভাইরাসের টিকা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় ও আইসিটি মন্ত্রণালয়ের যৌথ প্রেস বিফ্রিংয়ে স্বাস্থ্যসচিব আব্দুল মান্নান বলেন,
"ভারতের দেওয়া উপহার ২০ লাখ করোনাভাইরাসের ভ্যাকসিন আগামীকাল বৃহস্পতিবার দুপুর দেড়টায় এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে এই ভ্যাকসিন দেশে পৌঁছাবে। অক্সফোর্ডের ভ্যাকসিনই উপহার হিসেবে পাবো আমরা,"
তিনি আরও বলেন, "উপহারের এই ভ্যাকসিন আজ বুধবার আসার কথা থাকলেও ফ্লাইট বিলম্বের কারণে তা দেশে এসে পৌঁছাবে আগামীকাল। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও ভারতের হাইকমিশনারসহ উচ্চপদস্থ কর্মকর্তারা এই ভ্যাকসিন গ্রহণ করবেন। ভ্যাকসিন ইপিআই এর স্টোরে মজুদ থাকবে,"
এছাড়াও ক্রয়কৃত ৫০ লাখ ডোজ ২৫ জানুয়ারি আসবে জানিয়ে স্বাস্থ্যসচিব বলেন, " "প্রথম মাসে ৬০ লাখ ভ্যাকসিন দেয়া হবে।"