ভারতের সাথে ফ্লাইট চালু করতে সম্মত হয়েছে সিএএবি
এয়ার বাবল চুক্তির আওতায় ভারতের সাথে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি) পুনরায় বিমানের ফ্লাইট চালু করতে সম্মত হয়েছে।
শুক্রবার সিএএবি কর্তৃক জারি করা একটি আনুষ্ঠানিক নোটিশে বলা হয়েছে, শনিবার থেকেই ফ্লাইট পুনরায় চালু হতে পারে। দুই দেশের মধ্যে নির্ধারিত আন্তর্জাতিক যাত্রীবাহী ফ্লাইট চালু হওয়ার পূর্ব পর্যন্ত এয়ার বাবল চুক্তির আওতায়ই ফ্লাইট চলবে।
সেখানে আরও বলা হয়েছে, বর্তমান এয়ার বাবল ফ্লাইট চুক্তির আওতায় বাংলাদেশ বিমান, নভোএয়ার এবং ইউএস বাংলা এয়ারলাইনস ভারতের বিভিন্ন শহরে সপ্তাহে ৭টি ফ্লাইট পরিচালনা করবে।
তবে সিএএবির পক্ষ থেকে সপ্তাহে ১০টি করে ফ্লাইট পরিচালনার প্রস্তাব করা হয়েছিল।
ফ্লাইটগুলো তাদের মোট আসনের ৯০ শতাংশ যাত্রী নিয়ে উড্ডয়ন করবে। সেই সাথে যাত্রীদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন এবং পিসিআর টেস্টের বিধান মেনে চলতে হবে; সকল যাত্রীর ক্ষেত্রেই এসব বিধান একইভাবে প্রযোজ্য হবে।