ভাসানচরের পথে যাত্রা শুরু ১ হাজার ৮০৪ জন রোহিঙ্গার
দ্বিতীয় দফায় ভাসানচরের পথে যাত্রা শুরু করেছেন ১ হাজার ৮০৪ জন রোহিঙ্গা।
চট্টগ্রাম বোটক্লাব থেকে মঙ্গলবার সকাল ৯ টার দিকে রোহিঙ্গাদের নিয়ে নৌবাহিনীর চারটি জাহাজ ছেড়ে যায়। এসময় তাদের সবার চোখে মুখে ছিল উচ্ছ্বাস। তারা নিজেরাই স্বেচ্ছায় ভাসানচর যাচ্ছেন বলেও জানান। জাহাজের উঠার পর রোহিঙ্গাদের মাঝে সকালের নাস্তা বিতরণ করেন নৌবাহিনীর সদস্যরা।
এর আগে রাতে কক্সবাজার থেকে একে একে চট্টগ্রামের বিএএফ শাহীন কলেজ ট্রানজিট ক্যাম্পে এসে পৌঁছায় রোহিঙ্গাবাহী বাস। কঠোর নিরাপত্তার মাধ্যমে তাদের চট্টগ্রামে আনা হয়।
চলতি মাসে প্রথমদফায় ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গা নারী পুরুষ ও শিশুকে ভাসানচরে নিয়ে যাওয়া হয়।