ভাড়া বাসায় মিলল ৩ লাশ, পুলিশ বলছে ‘ডাকাতির জন্য হত্যা’
পাবনা সদরের দিলালপুরের একটি ভাড়া বাসা থেকে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তাসহ তার স্ত্রী-কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বেলা আড়াইটায় শহরের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পার্শ্ববর্তী আবদুল খালেকের ভাড়া বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
পাবনা সদর থানার ওসি নাছিম আহম্মেদ বলেন, ধারণা করা হচ্ছে ডাকাতির উদ্দেশে তিনজনকে কুপিয়ে হত্যার পর বাড়ির মালামাল লুট করা হয়।
তবে ঘটনাটি দুই-তিন আগের বলে উল্লেখ করেন তিনি।
নিহতরা হলেন- রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আবদুল জব্বার (৬৭), তার স্ত্রী ছুম্মা খাতুন (৫৮) ও তাদের পালিত মেয়ে সপ্তম শ্রেণির ছাত্রী সানজিদা খাতুন (১৪)।
ওসি জানান, এলাকাবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার জুমার নামাজের পর পুলিশ শহরের দক্ষিণ রাঘবপুরের ফায়ার সার্ভিস অফিসের সামনের একটি বাড়ি থেকে লাশগুলো উদ্ধার করে।
পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বলেন, শহরের দিলালপুর মহল্লার মৃত আবদুল খালেকের বাসায় চার বছর ধরে স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া থাকতেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আবদুল জব্বার। গত তিনদিন ধরে ওই বাসা থেকে কেউ বাইরে বের না হওয়ায় এলাকাবাসীর সন্দেহ হয়। তখন তারা বাসার খোলা জানালায় উঁকি দিয়ে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।
তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বাড়িটি ঘিরে রেখেছে। রাজশাহী থেকে ফরেনসিক টিম পাবনায় আসার পর বিস্তারিত জানা যাবে। তবে পুলিশের প্রাথমিক ধারণা, দুই-তিনদিন আগে বাসায় ঢুকে তাদের হত্যা করেছে দুর্বৃত্তরা।