ভোলার ঘটনা রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র: হাই কোর্ট
ভোলায় জনতার বিক্ষোভ সমাবেশ কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে চারজন নিহত ও শ’দুয়েক আহত হওয়ার ঘটনা রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন হাই কোর্ট।
সুপ্রিম কোর্টের আইনজীবী রনিউল ইসলামের দৃষ্টি আকর্ষণের প্রেক্ষিতে হাই কোর্টে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ সোমবার এ কথা বলেন।
ভোলার হতাহতের ঘটনা নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনগুলো ওই বেঞ্চের নজরে আনেন সুপ্রিম কোর্টের ওই আইনজীবী। তিনি এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে আদালতের স্বতঃপ্রণোদিত আদেশ (সুয়োমাটো রুল) চান।
এ প্রসঙ্গে আইনজীবী রনিউল যুক্তি দেন যে, পুলিশের গুলিতেই হতাহতের ঘটনা ঘটেছে বলে পুলিশকে দিয়ে তদন্ত চালানো হলে তা নিরপেক্ষ হবে না।
আদালত তখন বলেন, ‘এ ঘটনা সরকার দেখছেন। ইতোমধ্যে তদন্ত শুরুও হয়েছে। আমরা এ মুহূর্তে কোনো কিছুতে হস্তক্ষেপ করব না। তবে আইনশৃঙখলা বাহিনী ব্যর্থ হলে আমরা দেখব।’
পুলিশের তদন্তে ভোলার ঘটনার সত্যাসত্য বেরিয়ে আসবে বলেও আশা প্রকাশ করেন আদালত।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশার।
এর আগে রোববার মহানবী (সা:)-কে কটূক্তি করে প্রদত্ত একটি ফেসবুক পোস্ট কেন্দ্র করে ভোলার বোরহানউদ্দিনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষে চার জন নিহত ও ১০ পুলিশসহ প্রায় শ’দুয়েক লোক আহত হন।