ভোলা জেলা পুলিশ সুপারের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক
ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে।
এই ঘটনায় মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে ভোলা সদর মডেল থানায় তিনি একটি জিডি করেছেন বলে জানান বোরহানউদ্দিন উপজেলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক।
এ ঘটনায় জেলা পুলিশের ফেইসবুক পেইজ থেকে সবার উদ্দেশে এক বার্তা প্রকাশিত হয়। বার্তার মাধ্যমে জেলা পুলিশের তরফ থেকে সবার উদ্দেশে জানানো হয়, “পুলিশ সুপার ভোলা জনাব সরকার মোহাম্মদ কায়সারের ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাক হয়েছে। তার আইডি থেকে কোনা কিছু লেখা, পোস্ট বা ছবি আপলোড হলে সেটা তার ব্যক্তিগত নয়।”
প্রসঙ্গত, ফেসবুকের এক আইডি থেকে মহানবী (স.) কে উদ্দেশ্য করে করা কথিত ‘কটুক্তি’র জের ধরে রবিবার (২০ অক্টোবর) তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডাকা হয়।পরে পুলিশ এসে সমাবেশ তাড়াতাড়ি শেষ করার নির্দেশ দিলে ঘটনাস্থলে গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এসময় পুলিশ আত্মরক্ষার্থে রাবার বুলেট ছোড়ে। এতে ৪ জন নিহত হন এবং আহত হন প্রায় শতাধিক।