ভ্যাকসিনের চুক্তি জিটুজি, নিষেধাজ্ঞার প্রভাব পড়বে না: স্বাস্থ্যসচিব
বাংলাদেশের কোভিড-১৯ ভ্যাকসিন পাওয়ার চুক্তি জিটুজি (সরকারের সাথে সরকারের) চুক্তি জানিয়ে নিষেদ্ধাজ্ঞার কোনো প্রভাব বাংলাদেশের ওপর পড়বে না বলে আশ্বস্ত করেছেন স্বাস্থ্যসচিব আব্দুল মান্নান।
আজ সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যসচিব আব্দুল মান্নান জানান, চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়েই বাংলাদেশ কোভিড-১৯ ভ্যাকসিন পাবেন এমনটা আশা করছেন তারা।
সেরাম ইনস্টিটিউটকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত সরকার। এর প্রেক্ষিতেই বাংলাদেশের ভ্যাকসিন পাওয়ার আশঙ্কা দেখা দিলে, সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান স্বাস্থ্যসচিব।
তবে সংবাদ সম্মেলন শেষ হওয়ার পর ভারতের সেরাম ইনস্টিটিউটের সাথে কোভিড-১৯ ভ্যাকসিন ক্রয়ের চুক্তি জিটুজি চুক্তি নয় বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-কে নিশ্চিত করেছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা।
সংবাদ সম্মেলনে আবদুল মান্নান বলেন, "আমি এখনই ভারতের ডেপুটি হাই কমিশনরাকে ফোন করলাম। তিনি আমাদের জানিয়েছেন, আমরা যে চুক্তি করেছি তার টাকা কীভাবে যাবে, কীভাবে ব্যাংক গ্যারান্টি দেবে- সেসব কাজ হয়েছে জিটুজি বা সরকার টু সরকার। যে নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে, এই নিষেধাজ্ঞার কথা ভারত সরকার বলেছে শুধুমাত্র কর্মাশিয়াল অ্যাকটিভিটিজের ওপর, আমাদেরগুলোর ওপর না। কারণ আমাদেরটা সরকার টু সরকার।"
তিনি আরও বলেন, "এ বিষয় নিয়ে সকাল থেকে কাজ করছি। বেক্সিমকো, ফরেন মিনিস্ট্রি ও ভারতের মিশনের সাথে আলোচনা হয়েছে। তারা আশ্বস্ত করেছেন, আমাদের সাথে যে চুক্তি হয়েছে সেই চুক্তি ব্যাহত হবে না। কোনো সমস্যা হবে না, আলোচনা চালিয়ে যাচ্ছি।"