ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়ায় ক্ষতি হলে তার ব্যয় বহন করবে সরকার
কোভিড-১৯ ভ্যাকসিন নেওয়ার পর যদি কোনো ব্যক্তি কোনরকম পার্শ্বপ্রতিক্রিয়ার শিকার হয় এবং এতে তার স্বাস্থ্যের ক্ষতি হয়, তাহলে সরকার তার ব্যয় বহন করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
"ভারতের সেরাম ইনস্টিটিউট আগামী ২৬ জানুয়ারির মধ্যে বাংলাদেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা করোনাভাইরাস ভ্যাকসিন পাঠাবে। আমরা সেই ভ্যাকসিনের ৫০ লাখ ডোজ পাবো। এর পাশাপাশি ভারত সরকার বাংলাদেশকে কিছু ভ্যাকসিন উপহার হিসেবে বিনামূল্যে দিবে।" আজ ঢাকা রিপোটার্স ইউনিটিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা জানান।
"পার্শ্বপ্রতিক্রিয়ার সম্ভাবনা থাকায় টিকার ডোজ হাসপাতাল ও ডায়াগনোস্টিক সেন্টারেও দেওয়া হবে। আর যদি তেমন সমস্যা দেখা দেয়, তাহলে সরকারই সেই ব্যক্তির চিকিৎসা খরচ বহন করবে," জাহিদ মালেক বলেছেন।
তিনি আরো বলেন, টিকাদান কর্মসূচির জন্য দেশে ৪২,০০০ স্বাস্থ্যকর্মীকে প্রস্তুত করা হচ্ছে। ঢাকার ৩০০টি কেন্দ্রে সাধারণ মানুষ টিকাটি নেওয়ার সুবিধা পাবেন।