মন্ত্রীর সমান সুবিধা পাবেন বিরোধী দলের নেতা, সংসদে বিল পাস
আজ জাতীয় সংসদে পাস হওয়া নতুন বিল অনুযায়ী, এখন থেকে বিরোধীদলীয় নেতা সরকারের একজন মন্ত্রীর জন্য ধার্যকৃত একই বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
মঙ্গলবার জাতীয় সংসদে 'বিরোধীদলীয় নেতা ও উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) বিল, ২০২১' পাস হয়েছে বলে বার্তা সংস্থা ইউএনবির প্রতিবেদন থেকে জানা গেছে।
আইনমন্ত্রী আনিসুল হক বিলটি সংসদে উত্থাপন করলে আজ তা কণ্ঠভোটে পাস হয়। এটি ১৯৭৯ সালের সামরিক আমলের আইনকে প্রতিস্থাপন করবে।
বিলটি অনুযায়ী, সংসদে বিরোধী দলের নেতা সরকারের একজন মন্ত্রীর জন্য ধার্যকৃত একই বেতন, ভাতা ও অন্যান্য বিশেষ অধিকার পাবেন।
একইভাবে, বিরোধী দলের উপনেতাও একজন প্রতিমন্ত্রীর সমান বেতন, ভাতা ও অন্যান্য বিশেষ অধিকার পাবেন।