মাগুরায় ওয়াজ মাহফিল আয়োজকের ১০ হাজার টাকা জরিমানা
মাগুরায় ওয়াজ মাহফিল আয়োজন করায় দুই যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শাস্তি পাওয়া দুজন হলেন পাটকেল বাড়ি গ্রামের হাফিজার রহমানের ছেলে আকাশ রহমান ও একই গ্রামের নজরুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন। তাদের দু'জনকেই পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সব ধরনের গণজমায়েত বন্ধের নির্দেশ দিয়ে বৃহস্পতিবার গণবিজ্ঞপ্তি প্রকাশ করে জেলা প্রশাসন। সে আদেশ অমান্য করে ওয়াজ মাহফিল আয়োজন করায় এ শাস্তি দিয়েছেন মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান।
শুক্রবার সন্ধ্যার পর সদর উপজেলার পাটকেল বাড়ি গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছে, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ওই এলাকায় গিয়ে ওয়াজ মাহফিল চলমান অবস্থায় পাওয়া যায়। সেখানে একশ'র উপরে লোক জড়ো হয়েছিল। ঘটনাস্থলে গিয়ে মোনাজাতের মাধ্যমে ওয়াজ মাহফিল বন্ধ করা হয় ও আয়োজক দুই যুবককে ভ্রাম্যমান আদালতের ১০ মাধ্যমে হাজার টাকা জরিমানা করা হয়।
মাগুরা জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার থেকেই উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসন গঠিত টাস্কফোর্স বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে। তারা একই সাথে বাজার তদারকি, জনসচেতনতা, গণজমায়েত বন্ধের পরামর্শ ও প্রবাসীদের কোয়ারান্টিনে থাকার জন্য প্রচার চালাচ্ছে।
সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা জানান, মাগুরায় শুক্রবার পর্যন্ত অন্তত ১৩৬ জন প্রবাসী কোয়ারান্টিনে আছেন।