মাগুরায় ‘করোনা যোদ্ধা’দের ১ টাকার ঈদ বাজার
করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে মাগুরা শহরের গরীব, দু:স্থ, অসহায়, কর্মহীন ও নিম্ন আয়ের খেটে খাওয়া শতাধিক মানুষের মাঝে ১ টাকায় ঈদ বাজার দিয়েছে করোনা যোদ্ধা নামের একটি সংগঠন।
শনিবার দুপুরে শহরের সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে শতাধিক মানুষের মাঝে এ ঈদ বাজার সামগ্রী বিতরণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
সংগঠনের সমন্বয়ক মীর মেহেদী হাসান রুবেল, আশিফ হাসান শাকিল, হ্যাপী খান, রনি চোপদার ও রাজিব শিকদার জানান, করোনার শুরুতে নিজেরদের অর্থায়নে প্রথম পর্বে তারা সাধারণ মানুষের মধ্যে হ্যান্ড সানিটাইজার, খাদ্য সামগ্রী, সাবান বিতরণ শুরু করেন । তারপর রমজান শুরু হলে মাসব্যাপী প্রতিদিন শহরের বিভিন্ন স্থানে একশো জনের মধ্যে ১ টাকায় ইফতার সামগ্রী বিক্রির কার্যক্রম চালিয়ে আসছেন তারা। যা অল্প সময়ে ব্যাপক সাড়া ফেলে ।
মীর মেহেদী হাসান রুবেল বলেন, "এবার ঈদকে সামনে রেখে আমরা শনিবার শহরের নিম্ন আয়ের শতাধিক মানুষের মধ্যে ১ টাকায় ঈদ বাজার প্রদান করি। বিতরণকৃত ঈদ বাজার সামগ্রীর মধ্যে রয়েছে একটি মুরগি, ১ কেজি পোলাও চাল, পাঁচশো গ্রাম করে চিনি, ডাল, গুড়ো দুধ, সয়াবিন তেল ও এক প্যাকেট সেমাই এবং একটি সাবান।"
করোনা পরিস্থিতে বেকার হয়ে যাওয়া নিম্ন আয়ের মানুষেরা অন্তত ঈদের দিন পরিবার পরিজন নিয়ে একবেলা ভাল খেতে পারেন এজন্য তারা নিজেরা ও তাদের কিছু বড় ভাইয়ের দেওয়া অর্থিক সহায়তা এই কাজটি সম্পন্ন করতে পেরেছেন বলে তিনি জানান।
অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি বলেন, করোনার এই দু:সময়ে মাগুরা কিছু উদ্যমী তরুণ যুবকদের নিয়ে গঠিত করোনা যোদ্ধা নামের সংগঠনের কার্যক্রমকে আমি সাধুবাদ জানাই। কারণ তারা করোনা পরিস্থিতির শুরু থেকে ত্রাণ, স্যানিটাইজার বিতরণ, এক টাকার বিনিময়ে ইফতার ও আজ ১ টাকায় পূর্ণাঙ্গ ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।"