মৃত্যুর তিনদিন পর জানা গেল ইটভাটা শ্রমিকের করোনা ছিল
দিনাজপুরের সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের উত্তর গোবিন্দপুর দেশীয়াপাড়া এলাকায় এক ইটভাটা শ্রমিক করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে মৃত্যুর আগে ওই ইটভাটা শ্রমিকের করোনাভাইরাসের কোনো উপসর্গ ছিল না বলে পরিবারের সদস্য ও স্থানীয়রা জানিয়েছেন। তবে মৃত্যুর ৩ দিন পর পরীক্ষায় জানা গেছে তার করোনা ছিল।
গত ১ মে ওই ব্যক্তি স্থানীয় একটি ইটভাটায় কাজ করার সময় অসুস্থ হয়ে বমি করতে থাকলে অন্যান্য শ্রমিকরা তাকে তার পরিবারের কাছে নিয়ে আসে। পরে পরিবারের সদস্যরা বুকের ব্যথা ভেবে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে আনার পর ওই ইটভাটার শ্রমিককে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে জানা যায়, মৃত ওই ব্যক্তি হাসপাতালে মারা গেলেও হাসপাতাল কর্তৃপক্ষ তার নমুনা সংগ্রহ করে। সেই নমুনার ফলাফলে সোমবার রাতে ওই ব্যক্তির করোনা উপস্থিতি পাওয়া যায়।
দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম মাগফুরুল হাসান আব্বাসী জানান, সদরের চেহেলগাজী ইউনিয়নের উত্তর গোবিন্দপুর এলাকার এক ইটভাটা শ্রমিকের মৃত্যুর ৩দিন পর করোনা পজিটিভ এসেছে। আমরা পুরো গ্রামটিকে লকডাউন করার প্রস্তুতি নিচ্ছি। সোমবার রাতে হয়ত মজিদের মাইক দিয়ে সবাইকে সতর্ক করা হবে কিন্তু মঙ্গলবার থেকে পুরো গ্রাম লকডাউন করা হবে।
এ বিষয়ে দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ বলেন, ওই ইটভাটার শ্রমিক করোনায় আক্রান্ত কিনা তা জানার জন্য নমুনা সংগ্রহ করে হাসপাতাল কর্তৃপক্ষ । তিনদিন পর সোমবার নমুনার ফলাফলে তার করোনা পজিটিভ এসেছে। এখন আমরা দেখছি তিনি কার কার সঙ্গে মেলামেশা করেছেন এবং কোথায় কোথায় গেছেন- তাদেরকে চিহ্নিত করে কোয়ারেইন্টানের ব্যবস্থা করা।