মৃত নবজাতকসহ মাকে বের করে দেওয়া হলো হাসপাতাল থেকে
চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক প্রসূতিকে পরিপূর্ণ চিকিৎসা না দিয়ে অপরিণত অবস্থায় জন্ম নেওয়া মৃত সন্তানসহ ফিরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার এই ঘটনা ঘটে।
এই ঘটনায় চট্টগ্রামের পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন। তবে ওই স্ট্যাটাসে তিনি চিকিৎসা বঞ্চিত ওই নারী এবং হাসপাতালের নাম উল্লেখ করেননি।
ওসি আবুল কাশেম ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, হাসপাতাল থেকে বের করে দেওয়ার পর পুলিশের অনুরোধে ওই নারীকে পুণরায় চিকিৎসা দিচ্ছে ওই হাসপাতাল। ওই নারীর আনুমানিক বয়স ২২ বছর। বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা এলাকায়। আমাদের অনুরোধের পর যেহেতু হাসপাতালটি ওই নারীকে পুনরায় ভর্তি নিয়েছে তাই হাসপাতালের নাম উল্লেখ করতে চাই না।
ফেসবুক স্ট্যাটাসে ওসি উল্লেখ করেন, 'জনৈকা নির্যাতিতা নারী তার বর্ণনা অনুযায়ী শাশুড়ি এবং ভাসুরের চরম নির্যাতনের শিকার হয়ে গত ৬ এপ্রিল রাত্রিবেলায় চট্টগ্রাম শহরের একটি হাসপাতালে প্রতিবেশীর সহায়তা নিয়ে ভর্তি হন। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গভীর রাত্রে তার অপরিণত মৃত সন্তান প্রসব হয়। ভোর বেলায় ওই অপরিণত মৃত সন্তানসহ কোনো চিকিৎসাপত্র না দিয়ে চরম অমানবিক অবস্থায় ওই নারীকে হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়। এহেন পরিস্থিতিতে একটি অসম্পূর্ণ মৃত সন্তান নিয়ে রাস্তায় কোনো যানবাহন এবং তার কোনো সঙ্গী না থাকা ওই অসুস্থ নারী কি করবেন কোথায় যাবেন কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না।
এরপর তিনি ৯৯৯ নাম্বারে কলে আমার সঙ্গে কথা বললে পাঁচলাইশ মডেল থানা থেকে একটি মোবাইল টিম পাঠাই। আমি কথা বলি দায়িত্বশীল পর্যায়ে। দীর্ঘ ৫-৬ ঘণ্টা একটানা চেষ্টার পর ওই নারীকে ওই হাসপাতালে পুনরায় ভর্তি করা সম্ভব হয়। এই ৫/৬ ঘণ্টা ওই নারী পাঁচ মাসের অপরিণত মৃত সন্তান নিয়ে ওই হাসপাতালে দ্বারে দ্বারে ঘুরছিলেন, পাশে ছিল পুলিশ। আমরা তাকে সহায়তার চেষ্টা করছি।'
ফেসবুক স্ট্যাটাসে ওসি প্রশ্ন রেখে উল্লেখ করেন , 'এমন ভয়ানক দুর্যোগের সময় ও আমরা এমন অমানবিক কেন?' তবে তিনি কাউকে হাসপাতালের নাম জিজ্ঞেস না করতে অনুরোধ করেন।