মে দিবসে খাদ্যসামগ্রী বিতরণ
মহান মে দিবস উপলক্ষ্যে শুক্রবার টাঙ্গাইল ও দিনাজপুরে শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের টাঙ্গাইল প্রতিনিধি জানান, করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া দুই সহস্রাধিক শ্রমিকের মাঝে শুক্রবার সকাল ১১টায় টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ছোট মনিরের উদ্যোগে খাদ্য সামগ্রী দেওয়া হয়। এ সময় বক্তব্য রাখেন পৌরসভা মেয়র জামিলুর রহমান মিরন, প্যানেল মেয়র সাইফুজ্জামান সোহেল, টাঙ্গাইল প্রেসক্লাব সভাপতি জাফর আহমেদ প্রমুখ। প্রত্যেক শ্রমিককে চাল, ডাল, তেল, আলু, পিঁয়াজ, আটা ও আলু দেওয়া হয়।
অন্যদিকে, আমাদের দিনাজপুর প্রতিনিধি জানান, শুক্রবার সকালে শহরের নিউ মার্কেট চত্বরে হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের ব্যানারে ৩ শতাধিক কর্মহীন শ্রমিকের মাঝে ইফতার ও ত্রাণসামগ্রী তুলে দেন সদর আসনের সাংসদ হুইপ ইকবালুর রহিম।
এছাড়াও দিনাজপুর আইনজীবী সমিতি চত্বরে কর্মহীন হয়ে পড়া আইনজীবী সহকারীসহ অসহায় ও দরিদ্রদের মাঝ চাল, ডাল, তেলসহ খাদ্য সামগ্রী বিতরণ করেন সাংসদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভুঞা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়জ উদ্দীন, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান জাহানী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তহিদুল ইসলাম সরকার, হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক জগদীশ মহন্ত প্রমুখ।
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর শ্রমিক, অসহায়, দরিদ্রসহ সকল মানুষের অধিকার নিশ্চিত করেছেন। একটিও মানুষ খাদ্যসামগ্রী থেকে বাদ যাবে না। প্রতিটি মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে।
তিনি আরও বলেন, বন্ধ থাকা কল-কারখানার শ্রমিকদের বেতন ভাতা প্রদানের জন্য সরকার ২ শতাংশ সুদে ৫ হাজার কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। প্রণোদনার এই অর্থ স্বচ্ছতার সঙ্গে শ্রমিক কর্মচারীদর কাছে সরাসরি পৌঁছানোর জন্য ব্যাংক হিসাব খোলার উদ্যোগ নেওয়া হয়েছে। তা বাস্তবায়ন হতে শুরু করেছে।
এদিকে দিনাজপুর শিশু পার্ক এলাকায় শুভ সকাল ব্যায়াম কেন্দ্র নামে একটি সংগঠন আড়াই শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে।