মোংলায় কয়লাবোঝাই কার্গো ডুবি, নিখোঁজ ৫
মোংলা বন্দরের হাড়বাড়িয়ায় ৯ নং বয় সংলগ্ন এলাকায় 'এমভি ফারদিন-১' নামক একটি কয়লাবোঝাই কার্গো ডুবে গেছে। এতে ওই জাহাজের পাঁচজন ক্রু সদস্য নিখোঁজ রয়েছেন।
বাংলাদেশ কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে একটি বিদেশি জাহাজের ধাক্কায় কার্গো জাহাজ এমভি ফারদিন-১ ডুবে যায়।
বিদেশি জাহাজটির স্টাফ এবং একটি কন্ট্রাক্ট ফার্ম মেসার্স টি হকের তত্ত্বাবধায়ক মো. লোকমান হোসেন জানান, বন্দরে অবস্থানরত বিদেশি জাহাজ 'এলিনা বি' থেকে কয়লাবোঝাই করে কার্গো জাহাজটি ঢাকার দিকে যাচ্ছিল।
এদিকে একই সময় পণ্য খালাস শেষে পানামার পতাকাবাহী এমভি হ্যান্ড পার্ক ভেসেল (মাদার ভেসেল) বন্দর ছাড়ার সময় বিপরীত থেকে আসা কয়লাবোঝাই কার্গো জাহাজটিকে ধাক্কা দেয়। এতে কার্গোটি ডুবে যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোস্টগার্ডের একটি দল নিখোঁজ ক্রু সদস্যদের উদ্ধারের চেষ্টা করছে।
বন্দর বিভাগ জানিয়েছে, কার্গো জাহাজটি আংশিক ডুবেছে। ফলে এতে বন্দরে জাহাজ চলাচলে কোনো প্রভাব পড়বে না।
জাহাজটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।