যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসছে মডার্নার ৩৫ লাখ ডোজ ভ্যাকসিন: হোয়াইট হাউজ
আন্তর্জাতিক ভ্যাকসিন জোট কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসছে মডার্নার আরও ৩৫ লাখ ডোজ ভ্যাকসিন।
১৬ জুলাই প্রকাশিত রয়টার্সের প্রতিবেদন অনুসারে, সোমবার বাংলাদেশে মডার্নার ভ্যাকসিন এসে পৌঁছাবে বলে জানিয়েছেন হোয়াইট হাউজ মুখপাত্র।
বিশ্বের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ভ্যাকসিন বন্টনের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার অংশ হিসেবেই কোভ্যাক্সের মাধ্যমে আসছে এই ভ্যাকসিন।
হোয়াইট হাউজের একজন কর্মকর্তা জানান, সোমবার বাংলাদেশে ভ্যাকসিন এসে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে।
"কার্যকারিতা বজায় রেখে নিরাপদ ভ্যাকসিনের দ্রুত সরবরাহ নিশ্চিত করতে উভয় দেশের বৈজ্ঞানিক দল, আইনী ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করেছে," জানান হোয়াইট হাউজ কর্মকর্তা।
এর আগে, শুক্রবার কোভ্যাক্সের আওতায় ইউক্রেনে ২০ লাখ ডোজ মডার্নার ভ্যাকসিন পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।
সূত্র: রয়টার্স