যুদ্ধাপরাধ: বিএনপির সাবেক সাংসদ আব্দুল মোমিন তালুকদারের মৃত্যুদণ্ড
১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল মোমিন তালুকদার খোকাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ বুধবার (২৪ নভেম্বর) এই রায় ঘোষণা করেন।
আব্দুল মোমিন তালুকদার বর্তমানে পলাতক রয়েছেন। বিএনপির সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে ১৯৭১ সালে গণহত্যা, ১৯ জনকে হত্যা, লুটপাট এবং ১৯টি বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।
এর আগে গত ৩১ অক্টোবর শুনানি শেষে মামলাটি রায় ঘোষণার জন্য অপেক্ষমান (সিএভি) রাখা হয়।