রাজধানীর ৪ ক্লাব ও বারে অভিযান
মদ, জুয়া ও ক্যাসিনো বন্ধে চলমান অভিযানের অংশ হিসেবে রাজধানীর একটি ক্লাব ও দু'টি বারে পুলিশের অভিযানের পর আরেকটি বারে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার বিকেল সোয়া পাঁচটার পুলিশ তেজগাঁওয়ে ফু-ওয়াং ক্লাবের পর সন্ধ্যায় মগবাজারের পিয়াসী এবং বাংলামোটরের গোল্ডেন ড্রাগন বারে অভিযান চালায়। এ তিনটি বারে ক্যাসিনো বা অবৈধ মদ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
রাত ১০টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাংলামোটরে শ্যালে বার এন্ড রেস্টুরেন্টে অভিযান চালায়।
শ্যালেতে অভিযানের বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক খোরশেদ আলম জানান, অবৈধ কার্যক্রমের খোঁজ পেয়েই তারা এই বারে অভিযান চালিয়েছেন।
এর আগে বিকেলে ফু-ওয়াং ক্লাবে অভিযানের সময় পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার আনিসুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, “গত কয়েকমাস ধরেই এখানে জুয়ার আসর বসছে, এমন অভিযোগ পেয়ে আমরা ক্লাবটিতে অভিযান চালাচ্ছি।”
সূত্র বলছে, যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ফু-ওয়াং ক্লাবে জুয়া এবং ক্যাসিনোর নিয়ন্ত্রণ করেন।
তেজগাঁও শিল্পাঞ্চল পুলিশকে নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন ওই অভিযানের নেতৃত্ব দেন।
আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, জুয়া, ক্যাসিনো বা অবৈধ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কোনো কিছু এখনো তারা এ ক্লাবে পাননি। ক্লাবে একটি বার রয়েছে। তবে সেই বারের বৈধ কাগজপত্র আছে। তবে বারে বিক্রি হওয়া সামগ্রীগুলো বৈধ কিনা সেটি তারা পরীক্ষা করে দেখবেন।