রাজশাহীতে আছড়ে পড়ল প্রশিক্ষণ বিমান
রাজশাহীর তানোরে একটি প্রশিক্ষণ বিমান আছড়ে পড়েছে। তবে অক্ষত রয়েছেন বিমানটির পাইলটসহ দুই প্রশিক্ষণার্থী।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের ব্যবস্থাপক দিলারা খাতুন।
তিনি জানান, বাংলাদেশ ফ্লাইং একাডেমির একটি প্রশিক্ষণ বিমান রাজশাহীর আকাশে উড়ছিল। এ সময় তানোর উপজেলার লালপুর এলাকায় হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় প্রশিক্ষণ বিমানটি ক্ষেতে আছড়ে পড়ে। এতে বিমানটি উল্টে যায়।
এসময় প্রশিক্ষণ বিমানে থাকা পাইলট মুবিন ও প্রশিক্ষণার্থী মাহফুজ সামান্য আহত হন। তবে তারা নিরাপদে বিমান থেকে বের হয়েছেন।
এদিকে দুর্ঘটনার পর সেখানে উৎসুক মানুষের ভিড় বাড়ে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে দুর্ঘটনাস্থল ঘিরে রাখে পুলিশ।
হযরত শাহ মখদুম বিমানবন্দরের ব্যবস্থাপক দিলারা খাতুন জানিয়েছেন, দুর্ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা করা হবে।