রূপপুরে কর্মরত রুশদের জন্য স্পুটনিক ভ্যাকসিন আমদানির অনুমতি
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত রাশিয়া, বেলারুশ ও ইউক্রেনের নাগরিকদের প্রয়োগের জন্য ১০০০ ডোজ করোনার স্পুটনিক ভ্যাকসিন আমদানির অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে বাংলাদেশে ভ্যাকসিন আমদানির জন্য নিয়ন্ত্রক সংস্থা ঔষধ প্রশাসন অধিদপ্তর এই অনাপত্তি দিয়েছে।
এর শর্তে বলা হয়েছে, রূপপুরে কর্মরত রাশিয়ান, বেলারুশিয়ান ও ইউক্রেন এর নাগরিকদের এই ভ্যাকসিন প্রয়োগ করতে হবে। ভ্যাকসিন ব্যবহারে কোনো বিরূপ বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে তার দায় রাশিয়ান স্টেট অ্যাটোমিক এনার্জি করপোরেশন-রোসাটমকে নিতে হবে।
এই অনাপত্তিপত্রের মেয়াদ ছয় মাস হবে বলে জানানো হয়।