রেললাইনের পাশে পড়ে ছিল নবজাতকটি
চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট এলাকা থেকে এক নবজাতককে উদ্ধার করেছে ডবলমুরিং থানা পুলিশ।
শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট রেললাইনের পার্শ্ববর্তী ডকের কাছ থেকে মেয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, ওই শিশুর মা মানসিক ভারসাম্যহীন। মা ও শিশুকে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডবলমুরিং মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আলা উদ্দিন বলেন, শুক্রবার সকালে একজন লোক এসে জানালেন রেললাইনের পাশে এক নবজাতক কান্নাকাটি করছে। একটু এগোনোর পর দেখা যায়, রক্তমাখা শিশুটি রেললাইনের পাশে পড়ে আছে। দূরে দাঁড়িয়ে আছে এক মানসিক ভারসাম্যহীন নারী।
এসআই জানান, ওই নারীর অবস্থা দেখেই তিনি নিশ্চিত হন, তিনিই শিশুটির জন্মদাত্রী। কাছে গিয়ে নানা প্রশ্ন জিজ্ঞেস করলেও তার নাম রিনা ছাড়া আর কিছুই বলতেই পারেননি ওই নারী।
পুলিশের এ কর্মকর্তা বলেন, “স্থানীয় এক নারীর সহযোগিতায় শিশুটির রক্ত মুছে তাকে এবং তার মাকে নিয়ে যাই আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে। জন্ম হওয়ার পরবর্তী চার ঘণ্টা খালি গায়ে পড়ে থাকার কারণে শিশুটি অসুস্থ হয়ে পড়ে।”
শিশুটিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এবং তার মাকে গাইনি ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশের পক্ষ থেকে তাদের চিকিৎসায় সহায়তা দেওয়া হচ্ছে।