রোববার ৬ লাখ ডোজ চীনা সিনোফার্ম ভ্যাকসিন পাবে বাংলাদেশ
এর আগে গত মে মাসে চীন বাংলাদেশকে সিনোফার্মের কোভিড-১৯ ভ্যাকসিনের পাঁচ লাখ ডোজ উপহার পাঠায়।
আগামী রোববার চীনা সিনোফার্ম ভ্যাকসিনের ৬ লাখ ডোজ গ্রহণ করবে বাংলাদেশ।
বাংলাদেশে মিশন এম্বাসি অব চায়নার মিনিস্টার কাউন্সেলর অ্যান্ড ডেপুটি চিফ হুয়ালং ইয়ান আজ (শুক্রবার) তার ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি লিখেন, 'উপহারের ৬০০,০০০ (ডোজ) ভ্যাকসিন নেওয়া হচ্ছে বেইজিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ঢাকায় পৌঁছবে ১৩ জুন।'
এর আগে গত মে মাসে চীন বাংলাদেশকে সিনোফার্মের কোভিড-১৯ ভ্যাকসিনের পাঁচ লাখ ডোজ উপহার পাঠায়।