শিক্ষা অধিদপ্তরের টিস্যুর বক্সে বঙ্গবন্ধুর ছবি, সমালোচনার ঝড়
মুজিববর্ষ নিয়ে বাড়াবাড়ি না করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিলেও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি কর্মকাণ্ডে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে।
অধিদপ্তরটি তাদের ব্যবহৃত টিস্যুর বক্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি জুড়ে দিয়েছেন যা সামজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় চরম সমালোচনা।
এ নিয়ে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, টিস্যুবক্সগুলো বাজেয়াপ্ত করা হয়েছে এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, "মুজিববর্ষের লোগো অনাকাঙ্ক্ষিত ভাবে যত্রতত্রভাবে প্রিন্ট করার একটি ঘটনা যা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে হয়েছে, তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা ইতিমধ্যে এই প্রিন্টের বক্সগুলো বাজেয়াপ্ত করেছি এবং এর পিছনে কে সেটি জানাতে বলেছি। পরিকল্পিত ভাবে এই কাজ করা হয়ে থাকলে অবশ্যই শাস্তি পেতেই হবে।"
তিনি বলেন, "আমাদের সমাজ, প্রশাসন, রাজনীতিক পরিমন্ডলের সবখানেই অবিবেচক আর অতিউৎসাহীর কোনো কমতি নাই। পাশাপাশি অপরাজনৈতিক শক্তির দোসররা তো আছেই! এরা চাইবে যে কোনো ভাবে প্রশ্নবিদ্ধ করতে, বিতর্ক সৃষ্টি করতে। এই চ্যালেঞ্জটি আমাদের আছেই। এই বিশাল প্রশাসনের কোথায় কে কোন বিতর্ক ঘটিয়ে ফেলেছে তা আগে থেকে নিয়ন্ত্রণ কঠিন। তাই দৃষ্টান্তমূলক শাস্তি আর ব্যবস্থা নিয়েই আমাদের এগোতে হবে।"