শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ পেছাতে পারে: শিক্ষামন্ত্রী
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ পেছাতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।
শুক্রবার বিকেলে (১২ মার্চ) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকদের নিরাপত্তা আগে। করোনা সংক্রমণ উর্ধ্বগতি থাকলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তের তারিখ পেছাতে পারে।
এর আগে ২৭ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী আন্তঃমন্ত্রণালয় বৈঠকে জানিয়েছিলেন আগামী ৩০ মার্চ দেশের সব স্কুল-কলেজ খুলে দেওয়া হবে।
তবে সম্প্রতি দেশে করোনাভাইরাসের সংক্রমণের সংখ্যা বাড়তে শুরু করেছে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৩ জন্যের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত এক বছরে সারা দেশে ৮ হাজার ৫১৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাধ্য অধিদপ্তর।
গত ২৪ ঘন্টায় দেশে কোভিড-১৯ শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৬৬ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৫ লাখ ৫৫ হাজার ২২২।