শীতে কাঁপছে উত্তরাঞ্চল
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/big_3/public/images/2021/01/15/rongpur.jpg)
আবারও শীতে কাঁপছে উত্তরাঞ্চল। তাপমাত্রা কমে যাওয়ায় বাড়তে শুরু করেছে অতিরিক্ত ঠাণ্ডা। উত্তরাঞ্চলের জেলাগুলোতে শীতের প্রকোপ বেড়েই চলছে। হাড় কাঁপানো শীত আর ঠাণ্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
শুক্রবার (১৫ জানুয়ারি) দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ২ এবং কুড়িগ্রামের রাজারহাটে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
রংপুরে কর্মরত আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান জানান, ১৩ জানুয়ারি থেকে মৃদু শৈত্য প্রবাহ বইতে শুরু করেছে উত্তরাঞ্চলের জেলাগুলোতে। জানুয়ারিতে দুটি শৈত্য প্রবাহের আশঙ্কা রয়েছে বলেও জানান তিনি।
মধ্যরাত থেকে সকাল আটটা পর্যন্ত ঘন কুয়াশায় দিনের বেলাতেই সড়ক-মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। তবে এ কারণে বাস দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে জানান মোস্তাফিজুর রহমান। এ অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী-কর্মজীবী গরীব অসহায় মানুষ।
স্থানীয় অধিবাসী নাজমুল ইসলাম জানান, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত শীত আর ঘন কুয়াশায় ঢেকে যায় উত্তরাঞ্চলের বেশকিছু এলাকা। এ অবস্থায় কনকনে ঠাণ্ডা আর শীতের প্রকোপ বেড়ে গেছে।
রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের দেলোয়ার হোসেন জানান, চল্লিশটির ওপরে চরাঞ্চলের মানুষ ভুগছেন তীব্র শীত ও কনকনে ঠাণ্ডায়। এ কারণে খেটে খাওয়া মানুষ পড়েছেন ভোগান্তিতে।
উত্তরাঞ্চলের অনেক জেলায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই।
রংপুর জেলা প্রশাসক আসিব আহসান জানান, শীতের প্রকোপ বেড়ে যাওয়ার কারণে জেলায় প্রায় ৫২ হাজার কম্বল ৪৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আরও কম্বল বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।