শুক্রবার থেকে ফের চালু বাংলাদেশ-ভারত ফ্লাইট
করোনাভাইরাস মহামারির জন্য চার মাস বন্ধ থাকার পর এয়ার বাবল চুক্তির আওতায় শুক্রবার (৩ সেপ্টেম্বর) থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে ফের বিমানের ফ্লাইট চালু হচ্ছে।
নির্ধারিত আন্তর্জাতিক যাত্রীবাহী ফ্লাইট চালু হওয়ার পূর্ব পর্যন্ত এয়ার বাবল চুক্তির আওতায়ই ফ্লাইট চলবে। দুই দেশের মধ্যে ফ্লাইট চালুর বিষয়ে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) ভারতীয় বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের দেয়া চিঠিতে এমনটি বলা হয়েছে।
এয়ার বাবলের আওতায় প্রতি সপ্তাহে সাতটি করে ফ্লাইট চলবে।
ভারতীয় আন্ডার সেক্রেটারি অনুপ পন্তের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, স্পাইসজেট, এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো- এই তিনটি ভারতীয় এয়ারলাইন্স ফ্লাইটগুলো পরিচালনা করবে।
সেখানে আরও বলা হয়, "বাংলাদেশ থেকে ভারতে ভ্রমণকারী যাত্রীদের সংশ্লিষ্ট ভারতীয় বিমানবন্দরে (পোর্ট অফ এন্ট্রি) আগমনের সময় বাধ্যতামূলকভাবে নিজ অর্থায়নে মলিক্যুলার টেস্ট করাতে হবে"।