শ্বাসকষ্টে ঢাকায় মারা যাওয়া তরুণকে মাগুরায় তড়িঘড়ি করে দাফন
ঢাকায় বসবাসকারী এক তরুণের মরদেহ আজ দুপুরে মাগুরার মুহম্মদপুর উপজেলায় তড়িঘড়ি করে দাফন করা হয়েছে। তিনি উপজেলার বিনোদপুর এলাকার বাসিন্দা।
স্থানীয় জনপ্রতিনিধিসহ অনেকেই জানিয়েছেন, ওই তরুণ টিউবারক্লোসিস (টিবি) রোগে আক্রান্ত ছিলেন। তবে জেলা প্রশাসন বলছে, মৃত ব্যক্তির পরিবারসহ তার জানাজায় অংশ নেওয়া প্রত্যেককে কোয়ারেন্টিনে রাখা হবে।
বিনোদপুর ইউপি চেয়ারম্যান মিজান শিকদার জানান, নিহত ওই তরুণ শ্বাসকষ্ট নিয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা যান। তিনি টিবি রোগে আত্রান্ত ছিলেন।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে মিজান শিকদার আরও জানান, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হতে পারে। তবে বর্তমান পরিস্থিতে কোনো ঝুঁকি না নিয়ে দুপুর ১২টায় তার মরদেহ ঢাকা থেকে বিনোদপুর আসার সঙ্গে-সঙ্গে দ্রুত দাফনের ব্যবস্থা করা হয়েছে। এর আগে দূরত্ব বজায় রেখে অল্প কিছু মানুষের উপস্থিতিতে জানাজা হয়েছে।
মুহম্মদপুর থানার ওসি তারকনাথ বিশ্বাস জানান, স্বাস্থ্য বিভাগের সঙ্গে তাদের কথা হয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী বেশি মানুষের ভিড় এড়াতে জানাজা ও দাফনের সময় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছিল।
মারা যাওয়া ওই তরুণ আগে থেকেই টিউবারক্লোসিস রোগে আক্রান্ত ছিলেন কি না- বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য একাধিকবার তার ভাইয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে মোবাইল ফোনে পাওয়া যায়নি।
সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা জানান, তিনি ঘটনাটি শুনেছেন। জেলা প্রশাসকের সঙ্গে তার কথাহয়েছে। নিহতদের পরিবার, প্রতিবেশী, জানাজায় অংশ নেওয়া প্রত্যেককে হোম কোয়ারেন্টিনে রাখা হবে।
জেলা প্রশাসক ড. আশরাফুল আলম বলেন, মারা যাওয়া ওই ব্যক্তি টিবি রোগী ছিলেন। শ্বাসকষ্ট ও হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তাছাড়া নিহত ব্যক্তিকে ঢাকা থেকে গোসল করিয়ে আনা হয়েছে। এখানে এনেই তাৎক্ষণিকভাবে কবর দেওয়া হয়েছে। তাই এ নিয়ে ভয়ের কিছু নেই।