সংক্রমণ ঠেকাতে ‘লাল জোনে’ সাধারণ ছুটি
করোনাভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে সংক্রমণের হার বিবেচনায় এলাকা ভাগ করে অধিক সংক্রমিত এলাকায় সরকারি-বেসরকারি সব অফিস সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, 'লাল' জোনে অন্তর্ভুক্ত এলাকাগুলোয় বসবাসরত চাকরিজীবীরা সাধারণ ছুটির আওতায় আসবেন। তবে 'হলুদ' ও 'সবুজ' জোনে থাকা সব অফিস সীমিত পরিসরে চালু রাখা যাবে।
করোনা সংক্রমণ ঠেকাতে এলাকাভিত্তিক লকডাউন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়। সোমবার (১৫ জুন) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. ছাইফুল ইসলাম স্বাক্ষরিত এ আদেশ জারি করা হয়।
আদেশে বলা হয়, "লাল অঞ্চলে অবস্থিত সামরিক বা অ-সামরিক সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বয়ত্তশাসিত বা বেসরকারি দপ্তরগুলো এবং লাল ও হলুদ অঞ্চলে বসবাসকারী এসব দপ্তরের কর্মকর্তারা সাধারণ ছুটির আওতায় থাকবেন। সবুজ অঞ্চলে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এব বেসরকারি অফিস নিজ ব্যবস্থাপনায় সীমিত পরিসরে খোলা থাকবে।"
আদেশে আরও বলা হয়, আগের শর্তেই সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন ও সরকারি-বেসরকারি অফিস চলবে। তবে করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে শর্তসাপেক্ষে সার্বিক কার্যাবলি ও চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ ১৬ জুন থেকে ৩০ জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সাপ্তাহিক ছুটি এ নিষেধাজ্ঞার আওতায় থাকবে।
সেখানে বলা হয়, "অনুমোদিত অঞ্চলে সীমিত পরিসরে নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে গণপরিবহণ, যাত্রীবাহী নৌযান, রেল ও বিমান চলাচল করতে পারবে; তবে সর্বাবস্থায় মাস্ক পরিধানসহ স্বাস্থ্য বিভাগ কর্তৃক জারি করা নির্দেশনা কঠোরভাবে মেনে চলা নিশ্চিত করতে হবে।"