সব শ্রেণিতেই এবার লটারির মাধ্যমে স্কুলে ভর্তি: শিক্ষামন্ত্রী
প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে ভর্তিচ্ছুদের এবছর লটারির মাধ্যমে ভর্তি করা হবে।
ঢাকার শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে 'ক্যাচমেন্ট (এলাকাভিত্তিক) কোটা' ৪০ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়েছে। আর ক্লাস্টারভিত্তিক লটারিতে ঢাকার শিক্ষার্থীরা একটির জায়গায় এবার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান বাছাই করার সুযোগ পাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
আজ বুধবার (২৫ নভেম্বর) মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী ভর্তি নিয়ে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দীপু মনি এতথ্য জানান।
দেশে ১৯,৪২১টি উচ্চ-বিদ্যালয় রয়েছে, যার মধ্যে ৮৩৮টি সরকারি উচ্চ-বিদ্যালয়। ঢাকায় ৪২টি সরকারি এবং ৩২১টি বেসরকারি উচ্চ-বিদ্যালয় বিদ্যালয় রয়েছে। এছাড়াও, আছে ২৫টি স্বনামধন্য বেসরকারি প্রতিষ্ঠান।
গত বছর লটারির মাধ্যমে প্রথম শ্রেণির শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সুযোগ পায়। ষষ্ঠ ও নবম শ্রেণির শিক্ষার্থীরা যথাক্রমে তাদের প্রাথমিক বিদ্যালয় সার্টিফিকেট (পিএসসি) এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা ফলাফলের ভিত্তিতে তালিকাভুক্ত হয়, আর অন্যান্য শ্রেণিতে লিখিত পরীক্ষা নেওয়া হয়েছিল।
মহামারির কারণে সরকার এ বছর পিএসসি, জেএসসি এবং এইচএসসি পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
তার বদলে পিএসসি এবং জেএসসি শিক্ষার্থীদের স্বয়ংক্রিয়ভাবে পদোন্নতি দেওয়া হবে। আর এইচএসসি শিক্ষার্থীদের তাদের জেএসসি এবং এসএসসি ফলাফলের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। এছাড়া, প্রাথমিক শিক্ষার্থীদের এবার মাধ্যমিক স্তরে স্বয়ংক্রিয়ভাবে পদোন্নতি দেওয়া হবে।
আগামী ৭ ডিসেম্বর মধ্যে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির পুরো প্রক্রিয়া সম্পর্কে জানিয়ে দেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।