সাংবাদিকতার নামে এসব কী হচ্ছে: হেলেনাকে ইঙ্গিত করে প্রশ্ন হাইকোর্টের
ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার হেলেনা জাহাঙ্গীরের কর্মকাণ্ডের প্রতি ইঙ্গিত করে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট।
ইদানীং সাংবাদিকতার নামে এসব কী হচ্ছে? হাইকোর্ট বলেন, "দেখেন না, এখন সাংবাদিকতার নামে কী হচ্ছে? কী এক জাহাঙ্গীর বের হয়েছে। আইপি টিভির নামে কী কী যেন করে? আইপি টিভি নামে কত চ্যানেল, কত টিভি বের হয়েছে।" বিচারপতি এম. ইনায়েতুর রহিমের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এসব কথা বলেন।
দুদকের এক কর্মকর্তার বদলির আদেশ নিয়ে রিট আবেদনকে কেন্দ্র করে আদালতের আদেশ নিয়ে চট্টগ্রামের কয়েকটি পত্রিকায় অসত্য প্রতিবেদন প্রকাশ করা নিয়ে চলমান মামলায় এসব কথা বলেন হাইকোর্ট। আদালতের আদেশ নিয়ে সৃষ্ট ঘটনায় বৃহস্পতিবার (৪ আগস্ট) আদেশের জন্য দিন ধার্য করেছেন হাইকোর্ট।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রাম কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনের বদলির আদেশ চ্যালেঞ্জ করে দাখিল করা এক রিট আবেদনকে কেন্দ্র করে আদালতের আদেশ নিয়ে চট্টগ্রামের বিভিন্ন দৈনিক ও অনলাইন পত্রিকায় অসত্য প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
হাইকোর্ট সোমবার (২ আগস্ট) এক আদেশে ওইসব পত্রিকায় সংশোধনী ছাপার নির্দেশ দেন।