সাংবাদিক রোজিনা ইসলামকে আদালতে তোলা হয়েছে, শুনানি শুরু
প্রথম আলোর জ্যেষ্ঠ্য প্রতিবেদক রোজিনা ইসলামকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেট অ্যাক্টে মামলা হয়েছে।
শাহবাগ থানার অফিসার-ইন-চার্জ আরিফুর রহমান সরদার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ আবেদন করেন।
আদালতে তার রিমান্ড আবেদনের শুনানি শুরু হয়েছে।
গতকাল সোমবার মধ্যরাতে মামলাটি দায়ের বাদী হয়ে মামলা করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব শিব্বির আহমেদ ওসমানী। রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার হারুন অর রশিদ এ তথ্য জানিয়েছেন।
রোজিনা ইসলামের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৭৯ ও ৪১১ ধারায় এবং অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের ৩ ও ৫ ধারায় অভিযোগ আনা হয়েছে।
এদিকে, তার স্বামী মনিরুল ইসলাম মঙ্গলবার (১৮ মে) জানিয়েছেন, সচিবালয়ের কক্ষের ভেতর যেসব কর্মকর্তা রোজিনাকে হেনস্তা ও নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে তিনি মামলা দায়ের করবেন।