সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে চলছে জরুরি সভা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে জরুরি সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়।
বুধবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের গণমাধ্যমকে এ তথ্য জানান।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, "ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন ও দাবি দাওয়ার বিষয়ে আজ সন্ধ্যা ৬টায় একটি জরুরি সভার আহ্বান করা হয়েছে।"
তবে বৈঠকের সময় এগিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন আবুল খায়ের।
ভার্চুয়াল এ সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো: মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের সমন্বয়কসহ সাত কলেজের অধ্যক্ষরা উপস্থিত থাকবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।