সাত কলেজের পরীক্ষা বহাল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের ডাকা জরুরি সভায় পরীক্ষা সময়সূচী বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ভার্চুয়াল এ সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো: মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের সমন্বয়কসহ সাত কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।
সাত কলেজের চলমান সকল পরীক্ষা স্থগিতের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো আজ সকাল থেকেই নীলক্ষেত মোড় অবরোধ করে অবস্থান নেন শিক্ষার্থীরা।