সিগন্যাল পেয়েই স্টেশনে ঢুকেছিলাম আমরা: উদয়ন এক্সপ্রেসের চালক
ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ঘটনার কবলে পড়া চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসের সহকারী চালক এ এল এম আবদুল কাইয়্যুম জানান, উপযুক্ত সিগন্যাল পেয়েই স্টেশনে ঢুকেছিলেন তারা। তবে দুর্ঘটনার সময় সিগন্যালের বাতি না দেখতে পাবার মতো চারপাশে প্রচণ্ড কুয়াশা ছিল বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা ১ টায় সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম রেল স্টেশনে পৌঁছানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন আবদুল কাইয়্যুম।
রেল স্টেশনে সিগন্যালের তখনকার পরিস্থিতি নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি জানান, "আমাদেরকে ডাবল ইয়েলো বা হলুদ সংকেত দেখিয়ে আসতে বলা হয়। সঠিল সিগন্যাল পেয়েই আমরা স্টেশনে ঢুকি।"
ওইসময় তূর্ণা নিশিথা সিগন্যাল পেয়েছিল ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, "ওরা সিগন্যাল পেয়েছে কি না তা আমরা জানি না।"
সিগন্যালের সামনে ইটের স্তূপ আর রেলওয়ে স্লিপার ছিল, এ কারণে সিগন্যাল দেখতে অসুবিধা হয়েছে কি না জিজ্ঞেস করা হলে আবদুল কাইয়্যুম সাংবাদিকদের জানান, “ওখানে স্লিপার ছিল, তবে এ কারণে আমাদের কোন সমস্যা হয় নি। তবে তাতে ওদের সিগন্যাল দেখতে অসুবিধা হয়েছিল কি না, আমি বলতে পারি না।”
প্রসঙ্গত, মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে কসবার মন্দবাগ এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তূর্ণা নিশিথা ও সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে।
এই দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত এবং শতাধিক আহতের খবর পাওয়া গেছে।