সিনোফার্মের আরও ৫৪ লাখ টিকা আসছে কাল সকালে
সিনোফার্মের আরও ৫৪ লাখ ডোজ টিকার একটি চালান আগামীকাল সকালে দেশে পৌঁছাবে।
টিকা সংগ্রহের জন্য চীনের সঙ্গে করা বাণিজ্যিক চুক্তির আওতায় এই ৫৪ লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ।
শুক্রবার ফেসবুকে ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান এ তথ্য জানান। তিনি জানিয়েছেন, আজই টিকা বহনকারী একটি ফ্লাইট চীন থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে।
এই চীনা কূটনীতিবিদ লিখেছেন, বাংলাদেশের কৌশলগত অংশীদার হিসেবে চীন সবসময় নির্ভরযোগ্য সরবরাহকারী হয়ে পাশে থাকবে। বাংলাদেশের যখন প্রয়োজন হবে, তখনই চীনকে পাশে পাবে।
বাংলাদেশ এখন পর্যন্ত সিনোফার্মের ১.৫ কোটি ডোজ টিকা কিনেছে। সেগুলো প্রতি মাসে পর্যায়ক্রমে দেশে আসছে।
টিকা দেওয়ার গতি জোরদার করতে ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথড-এর (ডিপিএম) অধীনে চুক্তিতে উল্লিখিত মূল্যে চীনের কাছ থেকে আরও ৬ কোটি ডোজ সিনোফার্ম কোভিড-১৯ টিকা কিনবে সরকার।
দেশে গত ১২ মে প্রথমবারের মতো সিনোফার্মের পাঁচ লাখ টিকা আসে। সেই টিকা চীন সরকার বাংলাদেশকে উপহার হিসেবে দেয়। এরপর ১৯ মে সরকার সিনোফার্মের তৈরি কোভিড সরাসরি কেনার নীতিগত অনুমোদন দেয়।
পরে পর্যায়ক্রমে কয়েক ধাপে চীন থেকে কেনা এবং উপহারের টিকা দেশে আসে। দেশে এখন যে টিকাদান কর্মসূচি চলছে, তার একটি বড় অংশকেই এ টিকা দেওয়া হচ্ছে। এছাড়া উভয় দেশ যৌথভাবে টিকা উৎপাদনের চুক্তিও করেছে।