সুবর্ণ জয়ন্তীতে প্রধানমন্ত্রীকে চীনের প্রিমিয়ারের শুভেচ্ছা
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রিমিয়ার লি কেকিয়াং।
এক বার্তায় লি কেকিয়াং বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, দেশ গঠনে ও মানুষের জীবনযাত্রার উন্নয়নে অসাধারণ উৎসাহদ্দীপক অগ্রগতি অর্জন করেছে।"
কোভিড-১৯ মহামারির মহামারির কথা উল্লেখ করে প্রিমিয়ার লি বলেন, মহামারিতে চীন ও বাংলাদেশ একই পরিস্থিতির সম্মুখীন হয়েছে এবং একে অপরের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।
উভয় দেশের সমৃদ্ধিব বিবেচনায় যৌথভাবে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) কার্যক্রমের গতি বাড়াতে চীনের পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করেন।