সেরাম টিকা দিতে না পারলে টাকা ফেরত আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী
সেরাম ইনস্টিটিউট চুক্তি অনুযায়ী কোভিড-১৯ টিকা সরবরাহ করতে না পারলে টাকা ফেরত আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
সেরাম ইনস্টিটিউট থেকে ৩কোটি ডোজ টিকা কিনতে ৬০০ কোটি টাকার বেশি খরচ করেছে বাংলাদেশ। তবে, এখন পর্যন্ত মাত্র ৭০ লাখ ডোজ টিকা সরবরাহ করা হয়েছে।
চুক্তি অনুযায়ী এখনো আরও ২ কোটি ৩০ লাখ টিকা সেরাম।
"আমরা এখনো অপেক্ষা করছি," বলেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি জানান, সরকারের সঙ্গে বেক্সিমকো ও সেরাম ইনস্টিটিউটের যোগাযোগ আছে।
"ওনারা আমাদের আশ্বস্ত করছেন, আমরা টিকা পাবো," বলেন জাহিদ মালেক।
তবে সরকার এখনো সেরাম থেকে টিকা পাওয়ার ব্যাপারে আশাবাদী উল্লেখ করে তিনি বলেন, "যদি আমরা এই টিকা না পাই তাহলে অবশ্যই আমাদের টাকা ফেরত নিয়ে আসতে হবে। তবে আমরা এখনো টিকা পাওয়ার আশা ছাড়িনি।"
সেরাম ও বেক্সিমকোর মধ্যে হওয়া সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী, প্রতি মাসে বাংলাদেশের ৫০ লাখডোজ টিকা পাওয়ার কথা ছিল।
এ বছরের জানুয়ারিতে প্রথম চালানে ৫০ লাখ ডোজ টিকা পাঠায় সেরাম। তবে এরপর ফেব্রুয়ারিতে ২০ লাখ ডোজ পাঠানোর পরই ভারত সরকারের টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপের কারণে আর কোনো টিকার চালান পাঠায়নি সেরাম ইনস্টিটিউট।