স্কুল-কলেজ খুলবে ৩০ মার্চ: শিক্ষামন্ত্রী
করোনাভাইরাস পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ৩০ মার্চ দেশের সব প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।
স্কুল-কলেজ খুলে দেওয়ার বিষয়ে শনিবার সচিবালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে, রাত সাড়ে ৮টার দিকে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানান।
মন্ত্রী জানান, পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে ৫ দিন এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা ৬ দিন ক্লাসে যাবে। বাকি শ্রেণির শিক্ষার্থীরা ক্লাসে যাবে সপ্তাহে একদিন। অন্যদিকে, প্রাক-প্রাথমিকের ক্লাস এখনই শুরু হচ্ছে না।
তিনি জানান, রোজার মাসেও ক্লাস চলবে। একইসঙ্গে ইংরেজি মাধ্যমেও ক্লাস শুরু হবে।
এর আগে, গত সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, দেশের সব বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো আগামী ১৭ মে খোলা হবে। ক্লাস শুরু হবে ২৪ মে থেকে।
বলে রাখা ভালো, গত বছরের ১৭ মার্চ করোনার প্রাদুর্ভাব রুখতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। কয়েক ধাপে বাড়ানোর পর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়।