স্কুল-কলেজ শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু
দেশের স্কুল-কলেজে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আজ সকাল সাড়ে ৯টায় এ কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার।
টিকা নেওয়ার পর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী সাবরিন রেজা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আমাদের ভ্যাকসিনের আওতায় এনেছে। এ জন্য আমরা আনন্দিত। টিকা নেওয়ার পূর্বে কিছুটা ভয় পেলেও এখন ভয় কেটে গেছে।'
এক শিক্ষার্থীর অভিভাবক কনা ইসলাম বলেন, 'আমরা অনেক আনন্দিত যে আমাদের সন্তানরা ভ্যাকসিন নিতে পারছে। এখন কিছুটা হলেও নিশ্চিন্তে ওরা ক্লাসে আসতে পারবে।'
নবম শ্রেণির শিক্ষার্থী তন্ময় টিবিএসকে বলেন, 'কোভিড নিয়ে আমরাই বেশি শঙ্কিত ছিলাম। একদিকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ অন্যদিকে আমাদের ছিল না টিকার ব্যবস্থা। এখন টিকা নিতে পেরে কিছুটা স্বস্তি পাচ্ছি।'
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, আজ দুই হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়ার টার্গেট রয়েছে তাদের।
বিদ্যালয়ের ৪টি কক্ষে ১২টি বুথে টিকাদান কার্যক্রম চলছে, চলবে সন্ধ্যা পর্যন্ত।
জানা গেছে, রাজধানীর ১২টি কেন্দ্রে চলবে শিক্ষার্থীদের এই টিকাদান কার্যক্রম।
শিক্ষার্থীরা তাদের জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করে https://surokkha.gov.bd/birth-reg-enroll-এই ঠিকানায় টিকার জন্য নিবন্ধন করতে পারবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধনের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে।