স্বাস্থ্যবিধি মেনে হোটেল-রেস্তোরাঁ খোলা রাখতে সরকারের কাছে অনুরোধ
চলমান লকডাউন বিধিনিষেধের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে হোটেল-রেস্তোরাঁ স্বাভাবিক নিয়মে খোলা রাখতে সরকারের কাছে অনুরোধ করেছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি।
বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান শনিবার এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে এক লিখিত বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে বলা হয়, "মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খাতের একটি হলো হোটেল-রেস্তোরাঁ খাত"।
"বিভাগীয় শহর, জেলা ও উপজেলায় প্রায় ৩০ লক্ষ শ্রমিক ৬০ হাজার রেস্তোঁরায় কাজ করেন। সবমিলিয়ে এ খাতে নির্ভরশীল মানুষের সংখ্যা প্রায় দুই কোটি"।
রেস্তোঁরা মালিকেরা রেস্তোঁরাগুলো স্বাস্থ্য নির্দেশিকা মেনে পুনরায় খুলে দেওয়া বা তা সম্ভব না হলে ৫০% আসন চালু রাখার অনুমতি প্রদানসহ ৮-দফা দাবি উত্থাপন করেছেন।
তারা এই খাতে কর্মরত শ্রমিকদের প্রণোদনা বা মোবাইল ফোনের মাধ্যমে নগদ অর্থ প্রদান কিংবা মাসিক খাদ্য সহায়তা প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
এসএমই খাত থেকে ব্যবসা পরিচালনার জন্য রানিং ক্যাপিটাল হিসেবে বিনা সুদে অথবা স্বল্প সুদে জামানত বিহীন দীর্ঘ মেয়াদী ঋণের দাবি জানান তারা।
বিবৃতিতে বলা হয়েছে, "রেস্তোঁরা খাতটি একটি সেবা খাত। কর্তৃপক্ষের উচিত রেস্তোঁরা-মালিক ও শ্রমিকদের করোনা যোদ্ধা ও ফ্রন্টলাইনার হিসাবে ঘোষণা দেয়া এবং অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা প্রদানের নির্দেশনা প্রদান"।
ব্রিফিংয়ে উপস্থিত অন্যান্যদের মধ্যে সমিতির সভাপতি ওসমান গণি, প্রথম মহাসচিব ফিরোজ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।