স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে গুরুত্বপূর্ণ ১৭ ফাইল গায়েব, জিডি
স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে অন্তত ১৭টি গুরুত্বপূর্ণ ফাইল রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে।
ফাইলগুলো এ বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) শাহাদাৎ হোসাইনের অফিসে রাখা ছিল।
এ ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ, ঘটনাটি তদন্তাধীন আছে।
জানা গেছে, গত ২৭ অক্টোবর সাঁট মূদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর মোঃ জোসেফ সরদার এবং আয়েশা সিদ্দিকা ফাইলগুলো অতিরিক্ত সচিবের অফিসের এক ক্যাবিনেটে রাখেন।
পরের দিন থেকেই অফিসে কোথাও ফাইলগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানানো হয়।
এ বিষয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে অতিরিক্ত সচিব শাহাদাৎ হোসাইন বলেন, "একটি জিডি করা হয়েছে। এ বিষয়ে কাল স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৈঠক হবে। তদন্ত করতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।"