১৭ অক্টোবর থেকে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে: দীপু মনি
শিক্ষামন্ত্রী দীপু মনি বৃহস্পতিবার বলেছেন, ১৭ অক্টোবর থেকে পর্যায়ক্রমে দেশের সবগুলো বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে।
তবে তার আগে বিশ্ববিদ্যালয়গুলোকে টিকা সংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাঠাতে হবে।
তিনি বলেন, সব শিক্ষার্থীকে টিকা দেওয়ার পর হল খুলে দেওয়াসহ বিশ্ববিদ্যালয়গুলোর সব কার্যক্রম চালু হবে।
আজ (বৃহস্পতিবার) দুপুরে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।
এদিকে, এদিকে করোনাভাইরাসের সংক্রমণের কারণে আজ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর চলমান ছুটি আরেক দফায় বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই ছুটি আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ল।
এর আগে গত ২৯ জুলাই কোভিড পরিস্থিতির অবনতির কারণে সরকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছুটির মেয়াদ ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছিল।
কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশের ভিত্তিতে ছাত্র, শিক্ষক, শ্রমিক ও অভিভাবকদের সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মহামারির কারণে গত বছরের ১৭ মার্চ থেকে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।