২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষা
২০২০-২১ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হবে।
আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) শিক্ষামন্ত্রী দীপু মনি সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারিখ ঘোষণা করেন।
শিক্ষামন্ত্রী বলেন, আগামী ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আগামী ২৫ নভেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।
এবার সারাদেশের প্রায় ১৪ লাখ পরীক্ষার্থী সংক্ষিপ্ত সিলেবাসের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবে।
মহামারি পরিস্থিতির কারণে চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা নির্বাচিত বিষয় ও সংক্ষিপ্ত সিলেবাসের ভিত্তিতে গ্রুপ আকারে অনুষ্ঠিত হবে।
অর্থাৎ, বাংলা ও ইংরেজির মতো আবশ্যক বিষয়ে কোনো পরীক্ষা হবে না। পরীক্ষার্থীদের মোট ছয়টি বিষয়ে পরীক্ষা দিতে হবে। শিক্ষার্থীর পূর্ববর্তী পাবলিক পরীক্ষার ভিত্তিতে এসব বিষয়ের নম্বর মূল্যায়ন করা হবে।
২ ডিসেম্বর সকালে পদার্থবিদ্যা (প্রথম পত্র) দিয়ে এইচএসসি পরীক্ষা শুরু হবে। আর ৩০ ডিসেম্বর সকালে সামাজিক বিজ্ঞান (দ্বিতীয় পত্র) ও সমাজকর্ম (দ্বিতীয় পত্র) এবং বিকেলে ক্রীড়া (দ্বিতীয় পত্র) পরীক্ষার মাধ্যমে শেষ হবে।