‘এক মিনিটেই নগদ অ্যাকাউন্ট’ সেবার উদ্বোধন করলেন জয়
‘এক মিনিটেই নগদ অ্যাকাউন্ট’ সেবার কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
সবার জন্য আর্থিক সেবাদান আরও সহজ ও নিরাপদ করতে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’-কে ‘পরিচয়’ নামের একটি মোবাইল অ্যাপের সঙ্গে যুক্ত করা হচ্ছে। এভাবে ‘১ মিনিটে নগদ অ্যাকাউন্ট’ সেবা পাওয়া যাবে বলে জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়।
মঙ্গলবার সচিবালয়ে এক অনুষ্ঠানে এ সেবার উদ্বোধন করেন সজীব ওয়াজেদ।
জানা গেছে, যে কোনো মোবাইল অ্যাকাউন্টের জাতীয় পরিচয়পত্র শনাক্ত করতে আগে যেখানে ৫ দিন সময় লাগত, ‘পরিচয়’ অ্যাপের মাধ্যমে তথ্য যাচাইয়ে এখন থেকে সময় লাগবে মাত্র ১ মিনিট।
অনুষ্ঠানে আরও কয়েকটি সেবার উদ্বোধন করেন সজীব ওয়াজেদ। সেগুলো হল- বিশ্ব ডাক দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট, টেলিটকের উদ্যোগে আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের ‘আইএসবিএন ও বারকোড’ সেবা ও ওয়েবভিত্তিক অনলাইনকরণ, টেলিটকের টেলি-পে সেবা এবং টেসিস-এর নতুন পণ্য ল্যাপটপ ও মোবাইল।
মুজিব বর্ষকে স্মরণীয় করতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ফ্রি-টেলিকম সেবারও উদ্বোধন হয়। এই সেবার অধীনে গ্রাহকরা বিটিসিএলের সংযোগের মাধ্যমে বিনা পয়সায় ল্যান্ড ফোন সংযোগ পাবেন।
বিটিসিএলের ল্যান্ড ফোন মালিকদের অভিযোগ গ্রহণের জন্যও আরেকটি অ্যাপের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, একই মন্ত্রণালয়ের সচিব অশোক কুমার বিশ্বাস, ‘নগদ’-্এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর মিশুকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।