‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ইয়াবা কারবারি নিহত
কক্সবাজারের উখিয়ার পালংখালীতে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা মাদক কারবারি নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে পালংখালীর রহমতেরবীল সীমান্তে এঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৩০ হাজার পিস ইয়াবা, একটি অস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
নিহতের মো. সাদেক (২২) উখিয়ার বালুখালী ৮নং ক্যাম্পের মৃত আবদুল জলিলের ছেলে এবং সে মাদক কারবারি।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ইয়াবার একটি চালান বাংলাদেশে ঢুকাচ্ছে ইয়াবা কারবারিরা এমন খবর পেয়ে অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে গুলি চালায় ইয়াবা কারবারিরা। বিজিবিও আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একজনের গুলিবিদ্ধ দেহ পাওয়া যায়। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ৩০ হাজার পিস ইয়াবা, একটি অস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার হয়।
এ ঘটনায় পৃথক আইনে মামলা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।