প্রেসক্লাবে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা সাবেক ছাত্রলীগ নেতার
নিজের গায়ে আগুন আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বাংলাদেশ ছাত্রলীগের কুষ্টিয়ার এক সাবেক নেতা। আজ সোমবার (৪ জুলাই) জাতীয় প্রেসক্লাব চত্বরে এ ঘটনা ঘটে।
তার নাম- কাজী আনিস (৫০), তিনি কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বলে জানা গেছে।
বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার বায়েজিদুর রহমান। তিনি জানান, অগ্নিদগ্ধকে দ্রুত শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মওদুদ হাওলাদার টিবিএসকে বলেন, 'একটি ক্ষুদ্রঋণ দাতা কোম্পানির কাছে এক কোটি ২৬ লাখ টাকা পাওনাদার হওয়ার দাবি করে মাস দুয়েক আগে আনিস প্রেসক্লাবে মানববন্ধন করেছিলেন। আজ সোমবার দুপুরে তিনি হঠাৎ করে নিজের গায়ে আগুন লাগিয়ে দেন।'
বিভিন্ন সূত্রমতে, হেনোলাক্স গ্রুপ নামের ওই কোম্পানির কাছে আনিস এক কোটির বেশি টাকা পান। এনিয়ে তিনি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করতে এসেছিলেন। বিকেল প্রায় ৫টার দিকে প্রেসক্লাব চত্বরে ব্যাডমিন্টন খেলার মাঠে দাঁড়িয়ে তিনি গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন।
শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন জানান, রোগীর শরীরের বিভিন্ন অংশ আগুনে পুড়ে গেছে।