মহাসড়কে নিষেধাজ্ঞা: ঈদযাত্রায় মোটরসাইকেল দুর্ঘটনা, মৃতের সংখ্যা এবার অনেক কম
গত ঈদুল ফিতরের চার দিনের ছুটিতে বাইক দুর্ঘটনায় ঢাকার পঙ্গু হাসপাতালেই ৬০ জন মারা যান, কিন্ত এবার ঈদুল আজহার ৩ দিনের ছুটিতে একজনও নিহত হননি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
পঙ্গু হাসপাতাল সূত্রে জানা যায়, এবার ঈদুর আজহার ৩ দিনের ছুটিতে মটর সাইকেল দুর্ঘটনায় আহত রোগী এসেছেন ৬৪ জন, কেউ মারা যায়নি এবং অন্যান্য গাড়ি দুর্ঘটনায় আরও ২০ জন আহত রোগী এসেছেন।
গত ঈদে নিহত ছাড়াও শুধু আহত বাইকার রোগীই ছিলেন ৮০০ জনের অধিক।
ঈদ ছুটিতে পঙ্গু হাসপাতালের ডিউটিরত ডা. জীবনানন্দ হালদার বলেন, 'এবার ঈদে কোন বাইকার আমাদের হাসপাতালে এসে নিহত তো হয়নি, এছাড়াও বরং বাইক দুর্ঘটনায় আহত রোগীর সংখ্যাও অর্ধেকের বেশি কমে গেছে মনে হচ্ছে।'
পঙ্গু হাসপাতালের পরিচালক আব্দুল গণি মোল্লা বলেন, 'গত ঈদের তুলনায় এবারের ঈদে মোটরসাইকেল দুর্ঘটনার সংখ্যা কম ছিল। সব মিলিয়ে ১০ থেকে ২০ শতাংশের বেশি না। তবে অন্যান্য যানবাহন ও কোরবানির পশুর আঘাতে আহতের সংখ্যা বেশি।'
বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের (এআরআই) পরিচালক অধ্যাপক মো. হাদিউজ্জামান টিবিএসকে বলেন, 'এবার মহাসড়ক ও আন্তঃজেলায় মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করায় বাইক দুর্ঘটনা অর্ধেকের বেশি কমে যাবে। আমরা দীর্ঘদিন থেকেই বলে আসছিলাম মহাসড়কে ঈদযাত্রায় মোটরসাইকেল বন্ধ করে বড় সংখ্যক মৃত্যু এড়ানোর, এবার সেই দাবি বাস্তবায়ন করায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের সংখ্যা এবার অনেক কমে গেছে, তরুণ উঠতি বয়সী বাইকারদের অনেকেই মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন, যে দুয়েকটি পাচ্ছি সেগুলোও আঞ্চলিক সড়কে।'
তবে তিনি আরও বলেন, 'বাইক দুর্ঘটনা কমলেও অন্যান্য যানবাহনে দুর্ঘটনার ঝুঁকি রয়েই গেছে। এবার ঈদেও মহাসড়কে তীব্র যানজটে ভোগান্তি ছিল, এগুলোর মূল হলো সরকারের পরিবহন ব্যবস্থাপনা না থাকা। সরকার যদি এবার ছুটি ঈদের আগে ৪দিন এবং পরে ৪ দিন দিতেন, তাহলে এ দুর্ভোগ অনেকাংশেই কমে যেত, এতে মানুষের সময় ও অর্থনৈতিক দিক উভয়ই বেঁচে যেত।'
রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, গত ২৫ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত সারাদেশে ১৭৮টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন মোট ২৪৯ জন। নিহতদের মধ্যে মোটরসাইকেল আরোহী ছিলেন ৯৭ জন। যা মোট দুর্ঘটনার ৩৮ দশমিক ৫৯ শতাংশ। নিহত ৫১ জনের বয়স ছিল ১৫ থেকে ২০ বছরের মধ্যে। অর্থাৎ মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৫৭ শতাংশ ছিল অপ্রাপ্তবয়স্ক।
বাংলাদেশে যাত্রী কল্যাণ সমিতির তথ্যমতে, গত ঈদুল ফিতরে কেবল মোটরসাইকেলে ১৪৪টি দুর্ঘটনায় ১৩৯ জন নিহত, ১৯৯ জন আহত হয়েছিল। যা মোট সড়ক দুর্ঘটনার ৪৫.২৮ শতাংশ, নিহতের ৪৩.০৩ শতাংশ এবং আহতের ৩১.৯৯ শতাংশ।
এছাড়াও গত ঈদযাত্রায় ৩৭২টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জন নিহত হন বলে জানিয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।
মোজাম্মেল হক চৌধুরী টিবিএসকে বলেন, 'সাধারণত আমরা ঈদের আগের সাত দিন এবং পরের সাত দিনের দুর্ঘটনার হিসাব দিয়ে থাকি, তবে সব মিলিয়ে এখন পর্যন্ত মনে হচ্ছে মোটরসাইকেল দুর্ঘটনা কমে যাওয়ায় এবার মোট দুর্ঘটনার হারও কম হবে।'
এআরআই-এর তথ্য অনুযায়ী, ২০২০ সালে সারা দেশে মোটরসাইকেল দুর্ঘটনায় ১,০৯৭ জন মারা গেছেন, আহত হন আরও ৪২৩ জন।
সে বছর সব ধরনের দুর্ঘটনায় মোট মৃতের সংখ্যা ছিল ৩,৫৫৮ জন- সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানির মাত্রা ছিল ৩০%।
তারও আগে ২০১৬ সালে দেশে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা ছিল ৩৩৬ জন।
গত বছর ওয়াশিংটন ডিসিতে ট্রান্সপোর্টেশন রিসার্চ বোর্ডের (টিআরবি) শততম বার্ষিক সভায় উপস্থাপিত গবেষণা অনুসারে, গত পাঁচ বছরে বাংলাদেশে মোটরসাইকেল দুর্ঘটনায় চার হাজার জনের বেশি মানুষ মারা গেছে।
সেখানে আরও উঠে আসে যে, দেশের প্রায় অর্ধেক মোটরসাইকেল চালক সড়কে ট্রাফিক নিয়ম-কানুন না মানায় মারাত্মক দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছে।
সড়কে ঘনঘন লেন পরিবর্তনের প্রবণতাকে উদ্বেগজনক আখ্যা দিয়ে টিআরবির গবেষণায় ভবিষ্যতে দুর্ঘটনার সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা প্রকাশ করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান মতে, দেশে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ১৫ জন মানুষের মৃত্যু হয়। আর দুইশোরও বেশি মানুষ পঙ্গুত্ব বরণ করে।
৯ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত তিনদিনের ঈদযাত্রায় এখন পর্যন্ত সর্বমোট ১৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তার মধ্যে, চট্টগ্রামের পটিয়া উপজেলায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশায় পাঁচজন ও বাসের এক যাত্রী নিহত হয়েছেন। মানিকগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন।
ঢাকা-মাওয়া মহাসড়কের দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। নরসিংদী রেলস্টেশনের আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। চট্টগ্রামের বাঁশখালীতে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বরিশালের গৌরনদী উপজেলায় যাত্রীবাহী বাস ও তেলবাহী ট্যাংকারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।