ডিবি প্রধান পদে পদোন্নতি পেলেন হারুন অর রশীদ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হিসেবে পদোন্নতি পেয়েছেন যুগ্ম কমিশনার হারুন অর রশীদ।
বুধবার ডিএমপির এক আদেশে তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। আদেশে আরও চার পুলিশ কর্মকর্তাকেও পদোন্নতি দেওয়া হয়েছে।
উক্ত আদেশে হারুন অর রশীদকে সাইবার ও বিশেষ অপরাধ বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার থেকে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
এর আগে ১১ মে হারুন অর রশীদকে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি দেওয়া হয়। পরে আরেক আদেশে তাকে অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।
২০১৯ সালের ৩ নভেম্বর নারায়ণগঞ্জের তৎকালীন পুলিশ সুপার হারুনকে ক্ষমতার অপব্যবহার এবং চাঁদাবাজি, জমি দখল ও অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়।
পরবর্তীতে তিনি ২০২০ সালের ১৪ মে ডিএমপির উপকমিশনার হিসেবে নিয়োগ পান।